সিয়েরা লিওনে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন।

শনিবার (০৬ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানী ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে গুজব ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানা যায়নি।

তবে দেশটির রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রিমা বুরেহ সেসে অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে বলেছেন, আমরা অনেক পোড়া মৃতদেহ পেয়েছি। এটি একটি ভয়ানক দুর্ঘটনা।

অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিগুলিতে দেখা গেছে, খারাপভাবে দগ্ধ হয়ে অনেকে ফ্রিটাউনের রাস্তায় পড়ে আছে।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো টুইট করে বলেছেন, যেসব পরিবার প্রিয়জনদের হারিয়েছে এবং এর ফলে যারা পঙ্গু হয়েছে তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য সবকিছু করবে।