বাইডেন-শি জিনপিংয়ের বৈঠক সোমবার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভার্চুয়াল বৈঠকে অংশ নিবেন।

স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

বিজ্ঞাপন

শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কীভাবে সামলানো যায়, তা নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়াও যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে, তা নিয়ে একসঙ্গে কাজ করার পন্থা নিয়েও তারা আলোচনা করা হবে।

ভার্চুয়ালে প্রেসিডেন্ট বাইডেন চীনের কাছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ও অগ্রাধিকার তুলে ধরবেন। আমাদের উদ্বেগের বিষয় নিয়েও আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই বৈঠকে নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

বিজ্ঞাপন

স্কটল্যান্ডের গ্লাসগোয় কপ-২৬ শীর্ষ সম্মেলনে আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এর পরই বৈঠক হচ্ছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের।