বাইডেনের গণতন্ত্র স‌ম্মেল‌নে ডাক পায়নি বাংলাদেশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১১০টি দেশকে গণতন্ত্রের ওপর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ৯-১০ ডিসেম্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ স্থান পেলেও জায়গা হয়নি বাংলাদেশের। বাদ পড়েছে চীন, তুরস্ক, রাশিয়াও।

বিজ্ঞাপন

তবে আমন্ত্রণ পেয়েছে তাইওয়ান । ধারণা করা হচ্ছে এতে ক্ষুব্ধ হতে পারে বেইজিং। 

মধ্যপ্রাচ্য থেকে শুধুমাত্র ইসরাইল ও ইরাক এই সম্মেলনে অংশ নেবেন।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী আরব মিত্র- মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়নি।

বাইডেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ রয়েছে আর তিনি ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক।

গত আগস্টে এই শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় হোয়াইট হাউজ। তখন বলা হয় তিনটি মূল থিমের ওপর ভিত্তি করে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। থিমগুলো হলো কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই, দুর্নীতি মোকাবিলা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।