যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় ৩ শেতাঙ্গ দোষী সাব্যস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবেরি হত্যায় অভিযুক্ত তিন শেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছে জর্জিয়ার আদালত। খবর সিএনএনের।

স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারকেরা এই রায় দেন।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন-গ্রেগরি ম্যাকমাইকেল, তাঁর ছেলে ট্র্যাভিস এবং তাঁদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান।

আদালতের এই জুরিতে ৯ জন শ্বেতাঙ্গ নারী, দুইজন শ্বেতাঙ্গ পুরুষ এবং একজন কৃষ্ণাঙ্গ পুরুষ ছিলেন। দুই দিন ধরে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর তাদের এই রায় এসেছে। এতে ২৩ জন সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

আদালতকে আসামিরা বলেন, তাঁরা একজন নাগরিককে গ্রেফতারের সময় আত্মরক্ষায় কাজ করেছিল। কিন্তু বাদী পক্ষের আইনজীবী বলেছে, এই হত্যায় জাতিগত একটি ফ্যাক্টর ছিল।

আসামিদের বিরুদ্ধে হত্যা, আক্রমণ, মিথ্যা বলার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তারা আরবেরিকে টার্গেট করেছিল কারণ সে কৃষ্ণাঙ্গ ছিল।

গত ২৩ ফেব্রুয়ারি ২৫ বছর বয়সী আহমেদ আরবেরি খুন হন। নিরস্ত্র আহমেদ আরবেরিকে শ্বেতাঙ্গ তিন যুবক হত্যার ভিডিও অনলাইনে ছড়িয়ে গেলে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। এরপর অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। ম্যাকমাইকেলের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও নির্যাতনের। ব্রায়ানের ব্যাপারে অভিযোগ ছিল হত্যা ও অবৈধভাবে আটক করার।