যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন।

বুধবার (০১ ডিসেম্বর) দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন। এর সাত দিনের মাথায় তিনি করোনা আক্রান্ত হন।

বিজ্ঞাপন

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ওই ব্যক্তির শরীরে হালকা লক্ষণ দেখা গেছে। বর্তমানে সে স্ব-বিচ্ছিন্ন রয়েছে বলে সিডিসি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক যাত্রীদের শিগগিরই তাদের প্রস্থানের ২৪ ঘণ্টা আগে করোনার নেতিবাচক পরীক্ষার ফলাফল প্রদান করতে হবে। বৃহস্পতিবার থেকে এ নিয়ম কার্যকর হতে পারে বলে সিএনএন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্রের এক নির্দেশনায় এয়ারলাইন্সগুলোকে আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আনা যাত্রীদের নামের তালিকা আগেই সরবরাহের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ওমিক্রন গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।