শান্তিতে নোবেল জয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শান্তিতে নোবেল জয়ী দ. আফ্রিকার আর্চবিশপের মারা গেছেন

শান্তিতে নোবেল জয়ী দ. আফ্রিকার আর্চবিশপের মারা গেছেন

শান্তিতে নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দ. আফিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ডেসমন্ড টুটু একজন দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিজ্ঞাপন

দ. আফিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, আজকে জাতিকে আরেক অসামান্য ব্যক্তিত্বকে বিদায় জানাতে হচ্ছে। যিনি স্বাধীন দক্ষিণ আফ্রিকা দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

ডেসমন্ড টুটু তার বর্ণিল কর্মজীবনের জন্য দক্ষিণ আফ্রিকার বাইরেও অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।

বিজ্ঞাপন

ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে সিডনী শান্তি পুরস্কার এবং ২০০৭ সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন তিনি।