পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) তিনি বলেছেন, পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউস। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যদি তার দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত দেশটির (ইউক্রেন) বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবে বিশ্বের জন্য বিশাল পরিণতি হবে।

অন্যান্য পশ্চিমা নেতারা ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়াকে ভারী মূল্য দিতে হবে বলে যখন বারবার সতর্ক করছে তখন এমন মন্তব্য করলেন মন্তব্য বাইডেন

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনি সরাসরি পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ‌। আমি সেটা দেখবো।’

রাশিয়া এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও অন্যদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করেছে এবং ইউক্রেনে প্রবেশের পরিকল্পনা অস্বীকার করেছে।

তবে মস্কো সীমান্তের কাছে আনুমানিক এক লাখ সেনা মোতায়েন করেছে।

ক্রেমলিন বলছে, তারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। তাই তারা আইনি গ্যারান্টি চায় যে প্রতিবেশী ইউক্রেনসহ আর নতুন কোনও সদস্য ন্যাটোতে যোগ করবে না । তবে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সমস্যাটি রুশ আগ্রাসন, ন্যাটো সম্প্রসারণ নয়।