কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো করোনায় আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন বলে খবর জানিয়েছে সিএনএন।

বিজ্ঞাপন

জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে স্বাস্থ্য পরীক্ষায় করোনার ইতিবাচক ফলাফল আসে। তবে, তিনি শারীরিকভাবে ভালো বোধ করছেন বলে এক টুইটবার্তায় জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমি এই সপ্তাহে ঘোষিত জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে দূর থেকে কাজ চালিয়ে যাব। সবাই, দয়া করে টিকা নিন এবং টিকা নিতে উৎসাহিত করুন।

বিজ্ঞাপন

ট্রুডো ও তার পরিবার কোভিড -১৯ আক্রান্তের সংস্পর্শে আসার পর থেকে বেশ কয়েক দিন ধরে বিচ্ছিন্ন ছিলেন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ট্রুডোর এক সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য জারি করা করোনার টিকাসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে অটোয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। এদিন হাজারো বিক্ষোভকারী ফ্রিডম কনভয় নামক আন্দোলনে যোগ দেন। তাই নিরাপত্তাজনিত উদ্বেগকে কেন্দ্র করে শনিবার অটোয়ার বাসভবন ছাড়েন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর পরিবার।