কিয়েভের বাসিন্দাদের নিরাপদে শহর ছাড়ার প্রস্তাব রাশিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহর ছেড়ে দেশটির কেন্দ্রীয় শহর ভেসিলকিভে সরে যাওয়ার সুযোগ দেবে রাশিয়ান বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ প্রস্তাব দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২ মার্চ) রাতে ইউক্রেনে আক্রমণ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

বিজ্ঞাপন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, ‘কিয়েভ থেকে বেরিয়ে সাধারণ ইউক্রেনীয়দের নিরাপদ স্থানে সরে যেতে রাশিয়ান বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।’

এ নিয়ে রাশিয়ায় হামলা শুরুর এক সপ্তাহের মধ্যে দুইবার কিয়েভের সাধারণ মানুষ শহর ছেড়ে সরে যাওয়ার ব্যাপারে এমন প্রস্তাব দিলেন তিনি। এর আগে তিনি এক বক্তব্যে বলেছিলেন, ‘কিয়েভের বাসিন্দারা ভেসিলকিভের দিতে সরে যেতে পারে, শহরটি উন্মুক্ত এবং নিরাপদ রয়েছে।’

বিজ্ঞাপন