দাম নিয়ন্ত্রণে রিজার্ভের তেল-গ্যাস ব্যবহার করবে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রেও। এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসন তাদের রিজার্ভের তেল-গ্যাস ব্যবহারের পরিকল্পনা নিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল ছাড়ার আদেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস জানিয়েছে, তেল-গ্যাসের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির কারণে জো বাইডেন তার প্রশাসনের পরিকল্পনার বিষয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) বক্তব্য দিবেন। সেখানেই ঘোষণা আসতে পারে তাদের রিজার্ভের তেল-গ্যাস ব্যবহারের বিষয়ে।

রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই বিশ্ববাজারে দাম বৃদ্ধি পেতে থাকে। জ্বালানির বাড়তি দামের কারণে গৃহস্থালির অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। যার কারণে রিজার্ভের তেল-গ্যাস ব্যবহারের কথা ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

বিজ্ঞাপন