মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন করোনায় আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (০৪ মে) ব্লিঙ্কেনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই তিন চীনবিষয়ক নীতি নিয়ে পূর্বনির্ধারিত ভাষণ দেবেন না। খবর এএফপির।

বিজ্ঞাপন

৬০ বছর বয়সী ব্লিঙ্কেনের হালকা উপসর্গ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, তিনি বেশ কয়েক দিন ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেননি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিঙ্কেন দীর্ঘপ্রতীক্ষিত পূর্বনির্ধারিত চীনবিষয়ক নীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন না।

বিজ্ঞাপন