ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় বহু হতাহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

স্থানীয় সময় রোববার (১৯ জুন) বন্দুক হামলার ঘটনা ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলির ঘটনা ঘটেছে তার পাশেই চলছিল একটি কনসার্ট। ব্যস্ত সড়কে অনেক মানুষের আনাগোনা ছিল।

বিজ্ঞাপন

এক ভিডিওতে দেখা গেছে, হামলার পর সড়কে পড়ে থাকা লোকদের সাহায্য করছে পুলিশ কর্মকর্তারা। কতজন লোক আহত হয়েছেন তা স্পষ্ট করেনি স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারীকেও শনাক্ত করা যায়নি। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক নিহত হয়। এর দিন কয়েক আগে নিউইয়র্কের বাফেলো এলাকায় আরেক বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে সাধারণ জনগণসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন