আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ২৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ডজন খানেক।

বুধবার (১৭ আগস্ট) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন।

দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার দিয়ে পানি ও রাসায়নিক ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর দাবানলের ঘটনা ঘটে। গত বছর দাবানলে ৯০ জন লোক মারা যান এবং এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

আলজেরিয়া সরকার বলছে, উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছে। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে তা দাবানলে রূপ নিয়েছে।