মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে মেয়রসহ নিহত ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদা

মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদা

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে বন্দুকধারীর গুলিতে মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সান মিগুয়েল টোটোলাপান টাউন হলে বন্দুকধারীরা এ হামলা চালায়। খবর বিবিসির।

বিজ্ঞাপন

একে কাপুরুষোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবি জানিয়েছেন মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার দল পিআরডি।

মেয়রসহ ১৮ জনকে হত্যার ঘটনায় লস টেকুইলোরোস অপরাধী চক্রকে দায়ী করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও কাউন্সিল কর্মীরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র মেন্ডোজা আলমেদারকে গুলি করার আগে তার বাবা সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করে। নৃশংস ঘটনার পর বন্দুকধারীদের গ্রেফতারে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহরের মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি রয়েছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীর গুলিতে ১৮ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

হামলার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনীর ইউনিট মোতায়েন করছে।