জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
রোববার (৯ অক্টোবর) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এতথ্য জানিয়েছে। এ হামলায় কয়েক ডজন আহত হয়েছে এবং কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে।
ইউক্রেনের স্টেট ইমারজেন্সি সার্ভিস টেলিগ্রামের এক বার্তায় বলেছে, হামলায় মোট ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
জাপোরিঝিয়ার ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তেভ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই হামলা শুরু হয়। এতে হতাহতের ঘটনা ছাড়াও পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার বিষয়ে বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই ব্যাপক রকেট হামলা চালানো হচ্ছে। এটি রাশিয়ার ইচ্ছাকৃত অপরাধ।
জাপোরিঝিয়া ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের অধিকৃত যে চারটি অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম জাপোরিঝিয়া। ভারি শিল্প সমৃদ্ধ এ অঞ্চলেই রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যার দখল এখন রুশ বাহিনীর হাতে।
বিবিসির সাংবাদিক পল অ্যাডামস যিনি ওই শহরে ছিলেন। তিনি বলেছেন, যে ভবনগুলোতে হামলা হয়েছে, তা দেখে সামরিক লক্ষ্য নয়। আক্রমণগুলো সম্পূর্ণরূপে নির্বিচারে বলে মনে হচ্ছে।
গত নয় দিনে জাপোরিঝিয়া এবং এর আশেপাশে ৬০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানা গেছে।