কিয়েভে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান দূতাবাসে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভবনটি ব্যবহার করা হয়নি।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউরো নিউজের মতে, জার্মান দূতাবাসের ভিসা অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের জন্য মস্কো ইউক্রেনকে দায়ী করার এক দিন পরই এ হামলা হলো। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, তারা এ ঘটনার বদলা নেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেনকো বলেন, ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। আমাদের দেশের অনেক শহরে হামলা হওয়ার খবর পাওয়া গেছে। দেশের জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।