হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকা!



মায়াবতী মৃন্ময়ী, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকা!

হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকা!

  • Font increase
  • Font Decrease
পৃথিবীর উত্তর গোলার্ধ প্রবল শীতে নিমজ্জিত। মিডিয়ার খবরে প্রকাশিত হয়েছে হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকার ধবল চেহারা। ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে উত্তর-পূর্ব আমেরিকার পরিস্থিতি। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে মাইনাস ৪৬ ডিগ্রিতে। বোস্টনে জারি হয়েছে জরুরি অবস্থা। স্বাভাবিক জনজীবন থমকে গিয়েছে শীতের প্রচণ্ড ছোবলে।

শুধু বড় শহরই নয়, তুষার জমে সৃষ্ট বরফের কামড়ে জমে গেছে মার্কিনমুলুক ও কানাডার একাধিক এলাকায়। তাপমাত্রা মাইনাস ৪৬ ডিগ্রিতে দাঁড়িয়েছে। তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার আবহাওয়াবিদরা।

শীতের পরিস্থিতি এতটাই ঘোরালো হয়েছে যে, বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দেশে উদ্ভূত পরিস্থিতি ইতিহাসে বিরল। ভেঙে দিতে পারে অতীতের সমস্ত শীতের রেকর্ড। 

উত্তর-পূর্ব আমেরিকার ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, ভার্মন্ট এবং নিউ ইংল্যান্ডের (England) ছয়টি রাজ্যে বরফের কামড় বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই অঞ্চলগুলিতে প্রায় ১৬ মিলিয়ন লোকের বসবাস। 

এদিকে, খারাপ আবহাওয়ার জন্য শুক্রবার থেকে নিউ ইংল্যান্ডের দু’টি বৃহত্তম শহর ম্যাসাচুসেটস, বোস্টন এবং ওরচেস্টারের স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

এ যেন চলে যাওয়ার আগে শীতের দুর্ধর্ষ 'রিভার্স স্যুইং'! ফেব্রুয়ারির শুরুতেই নামছে তাপমাত্রার পারদ। এমনটি আগে কখনও হয় নি উত্তর আমেরিকায়। জলবায়ুর ভারসাম্যহীনতার কারণেই শীতের দেশটিতে বেড়েছে অকল্পনীয় শীতের দাপট।

পরিস্থিতির সঙ্কুলতা বিবেচনায় নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। তাপমাত্রায় হিমাঙ্কের অনেক নীচে নামায় শিশুরা যাতে বাইরে বের না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। বাইরে বের হলে সেক্ষেত্রে হাইপোথার্মিয়া এবং ফ্রস্টবাইটের ঝুঁকি দেখা দিতে পারে বলে প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

শুধু স্কুল নয়, একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে মার্কেটপ্লেস আর মিউজিয়ামও। পরিস্থিতি এতটা ভয়ানক যে, বোস্টনে জুরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরের মেয়র মিশেল উ। শহরের ৬ লক্ষের বেশি বাসিন্দাকে উষ্ণতম স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বোস্টনের মেয়র। এর ফলে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে মনে করছেন তিনি। 

উত্তর-পূর্ব আমেরিকা এখনই শৈত্যপ্রবাহ থেকে যে রেহাই পাচ্ছে না, তার পূর্বাভাস দিয়েছে আমেরিকার আবহাওয়া দফতর। তারা জানিয়েছেন, আমেরিকার সমভূমির উপর তৈরি হওয়া একটি আর্কেটিক ঢেউ পূর্ব কানাডা পর্যন্ত বিস্তৃত ছিল। এর ফলে তাপমাত্রার পারদের এই পতন বলে দফতরের তরফে জানানো হয়েছে।

মার্কিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে আরো জানানো হয়েছে, গত শুক্রবার বোস্টনের তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। ম্যাসাচুসেটসে তাপমাত্রার পারদ নেমে দাঁড়ায় মাইনাস ১৬ ডিগ্রিতে। আগামী দিনে পারদ আর নিম্মমুখীর সম্ভাবনা বলে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে ভয়ঙ্কর তুষার ঝড়ে আমেরিকার একাধিক অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তুষারঝড়ের কারণে আমেরিকার রাস্তায় পুরু বরফের আস্তরণ জমে। কোথাও কোথাও তার উচ্চতা ছিল ৮ থেকে ১০ ফুট। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশেও শীত চলে যাওয়ার আগে আরেকবার কামড় বসাতে পারে বলে জানানো হয়েছে স্থানীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বলা হচ্ছে, শীতের কামব্যাক হতে পারে। এরই সঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে বৃষ্টির ভ্রুকুটির লক্ষণও রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে গুলি: নিহত ৬



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের ন্যাশভিল নগরীর একটি প্রাইমারি স্কুলে গুলিবর্ষণে তিনটি শিশু ও তিনজন বয়স্ক লোক নিহত হয়েছে। এক নারী গুলিবর্ষণ করে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী গুলিবর্ষণের সর্বশেষ এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।

 টেনিসি রাজ্যের ন্যাশভিলের দি কোভেন্যান্ট স্কুলটি একটি প্রাইভেট প্রেসবাইটারিয়ান স্কুল। এখানে ষষ্ট গ্রেড পর্যন্ত প্রায় ২০০ ছাত্র পড়াশোনা করে।

নিহত তিন শিশুর সবাই গুলিতে মারা যায় বলে কর্মকর্তারা জানায়। তাদের বয়স সম্পর্কে এখনো কিছু বলা হয়নি।

মেট্রোপলিটান ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, হামলকারী নারীটির বয়স ২৮ বছর। তিনি ন্যাশভিলের বাসিন্দা। তিনি স্কুলে প্রবেশ করেই গুলিবর্ষণ করতে থাকেন।

পুলিশ জানিয়েছে, তার কাছে 'অন্তত' দুটি অ্যাসাল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। তবে পুলিশ বলছে, সে এই স্কুলের সাবেক ছাত্রী ছিল।

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে প্রায়ই গুলিবর্ষণ হয়ে থাকে। এমনকি গত বছর টেক্সাসের একটি স্কুলে হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারিতে মিশিগান রাজ্যে হামলায় তিন ছাত্র নিহত ও আরো পাঁচজন আহত হয়।

চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত গুলিবর্ষণের অন্তত ১২৮টি ঘটনা ঘটেছে।

;

যুক্তরাষ্ট্রে স্কুলে তরুণীর হামলায় তিন শিশুসহ নিহত ৬



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী একজন তরুণী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩-১১ বছর বয়সী শিশুদের স্কুলটিতে বন্দুক হামলা চালানো হয়। গুলিবিদ্ধ ৩ শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন।

তবে কতজন আহত হয়েছে, তা এখনো জানানো হয়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুক হামলাকারী ছিলেন ২৮ বছর বয়সী নারী। পুলিশের গুলিতে তিনিও প্রাণ হারিয়েছেন।

নাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে স্কুলে গোলাগুলির বিষয়টি ফোন করে পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ পান পুলিশের সদস্যরা। বন্দুকধারীর কাছে অন্তত দুটি আগ্নেয়াস্ত্র ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্কুলে গুলির ঘটনার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পিয়েরে। তিনি বলেন, স্কুলে গুলির ঘটনা তদন্তে স্থানীয় কর্মকর্তা ও বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বাইডেন প্রশাসন।

;

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি আরবের মক্কায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছে,ন।

সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি আসির প্রদেশের আকাবা শহরের কাছে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এসময় বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়ার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

একটি রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল এখবারিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

;

রাহুল গান্ধীকে উচ্ছেদের নোটিশ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লোকসভার সদস্য পদ বাতিল হওয়ার পর রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মার্চ) কংগ্রেস নেতাকে নোটিশ দিয়েছে লোকসভার হাউজ়িং কমিটি। ২০০৪ সাল থেকে লোকসভার সদস্য সদস্য ছিলেন রাহুল। সেই সূত্রে দিল্লিতে ১২ তুঘলক রোডে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। গত ২৩ মার্চ রাহুলের সদস্য সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর পরই সেই বাংলো খালি করতে নোটিশ দেওয়া হল সনিয়া-পুত্রকে।

আগামী ১ মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ দেওয়া হয়েছে। যদিও রাহুলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, এমন কোনও নোটিশ তারা পাননি।

মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গত বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাটের সুরত জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সদস্য সদস্য পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সদস্য সদস্য পদ খারিজ হওয়ার পর শুক্রবার বিকেল ৫টা ২৭ মিনিট নাগাদ টুইট করেছিলেন সনিয়া-পুত্র। লিখেছিলেন, ‘দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। প্রতিটি মূল্য চোকাতে প্রস্তুত।’

এরপর, শনিবার সংবাদ সম্মেলনে রাহুল বলেন, মোদি-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলাতেই নিশানা করা হয়েছে তাকে। তিনি এ-ও জানান যে, সংসদে তার পরের বক্তৃতা নিয়ে প্রধানমন্ত্রী ভীত, তাই তার সদস্য সদস্য পদ খারিজ করা হয়েছে।

;