ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, ১২ শিশুসহ নিহত ৫৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে জাহাজডুবিতে ১২ শিশুসহ অন্তত ৫৯ অভিবাসী মারা গেছেন। নিখোঁজ রয়েছে আরও অনেক।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, রোববার এ জাহাজডুবির ঘটনা ঘটে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, জাহাজটিতে অন্তত ১৫০ জন ছিলেন।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, জাহাজটি বেশ কিছুদিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসীদের নিয়ে তুরস্ক থেকে রওনা হয়েছিল। ক্যালাব্রিয়া পূর্ব উপকূলে সাগর তীরবর্তী রিসোর্ট স্টেকাটো ডি কুত্রোর কাছে এটি ঝড়ো আবহাওয়ায় পাথরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়।

প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা রয়টার্সকে জানিয়েছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২০ জন হাসপাতালে ভর্তি। একজন ভর্তি আছেন আইসিইউতে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া একজনকে অভিবাসী পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে গার্দিয়া ডি ফিনাঞ্জা কাস্টমস পুলিশ জানিয়েছে।

কুত্রোর মেয়র আন্তোনিও সেরাসো রয়টার্সকে বলেছেন, মৃতদের মধ্যে নারী ও শিশু আছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, এখনও পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছে। ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েক মাস বয়সী একটি শিশুও রয়েছে।