গুগলে 'ভিক্ষুক' ইমরান খান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইমরান খান ও গুগলে প্রদর্শিত ফলাফল, ছবি: সংগৃহীত

ইমরান খান ও গুগলে প্রদর্শিত ফলাফল, ছবি: সংগৃহীত

গুগলে বেগার কিংবা ভিক্ষুক লিখলেই ইন্টারনেটে ভেসে আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

গত শুক্রবার (১৪ ডিসেম্বর) থেকে দেশটির মানুষজন ইন্টারনেটে উর্দুতে ভিক্ষুক লিখে গুগলে খোঁজ করলেই ইমরান খানের ছবি দেখতে পাচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে দেশটির সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করলেও অনেকেই হাস্যরসও করছেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানিয়েছে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে।

এই সম্পর্কিত সকল ছবি গুগল থেকে মুছে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে গুগলের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

জানা যায় কিছুদিন আগে ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে ভুলবশত ‘বেগিং’ শব্দটি লেখা ছিল। এই কারণে গুগলে বেগার লিখলেই গুগল সেন্স থেকে সেসব ছবি প্রদর্শন করা হচ্ছে।

তবে এটি নতুন কোন ঘটনা নয়। এর আগে গুগলে ‘ইডিয়ট’ শব্দটি লিখলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রদর্শন করা হত। পরবর্তীতে এটি নিরসন করে গুগল কর্তৃপক্ষ।