১৮ বছরের সংসারের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮)। এর মধ্য দিয়ে তাদের ১৮ বছরের সংসারের ইতি ঘটল।

বুধবার (২ আগস্ট) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেছিলেন । তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ও তার স্ত্রী সোফি আলাদা হতে যাচ্ছেন। তারা আইনি চুক্তিও সই করেছেন।

বিজ্ঞাপন

কার্যালয় সূত্র আরও জানায়, পৃথক হওয়ার সিদ্ধান্তের বিষয়ে সমস্ত আইনি ও নৈতিক পদক্ষেপ নিশ্চিত করার জন্য ট্রুডো ও সোফি কাজ করেছেন ও করে যাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও বলে, 'তারা এরপরও একটি ঘনিষ্ঠ পরিবার। সোফি ও প্রধানমন্ত্রী তাদের বাচ্চাদের একটি নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশে লালনপালনের দিকে মনোযোগ দিচ্ছেন। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ছুটি তাদের পরিবার একসঙ্গেই কাটাবে।

সাম্প্রতিক বছরগুলিতে তাদের প্রকাশ্যে কম ঘন দেখা গেছে, যদিও তারা মে মাসে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিল।