পুতিনের সমালোচক নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে চরমপন্থার অভিযোগে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় তাকে নীরব করার প্রচেষ্টা হিসাবে অভিহিত করেছেন নাভালনি।

রাষ্ট্রপক্ষ ওই মামলায় নাভালনির ২০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে নাভালনি নিজেই বলেছিলেন যে, তার স্টালিনবাদী দীর্ঘ মেয়াদের সাজা হতে পারে।

নাভালনিকে এ পর্যন্ত তিনটি মামলায় সাজা দেওয়া হয়েছে। তার মধ্যে আজ শুক্রবারের ঘোষিত সাজা সবচেয়ে দীর্ঘ বলে জানিয়েছে আল-জাজিরা।

বিজ্ঞাপন

নাভালনি তার কারাগারের ইউনিফর্ম পরে বিচারকের সামনে হাজির হন। এ সময় তিনি হাসছিলেন এবং অন্য আসামির সঙ্গে কথা বলছিলেন।

মস্কোর পূর্বে একটি পেনাল কলোনিতে জালিয়াতি এবং আদালত অবমাননার মামলায় তিনি ইতিমধ্যে নয় বছরের সাজা ভোগ করছেন।

২০২১ সালে তাকে প্যারোল লঙ্ঘনের জন্য আড়াই বছরের কারাদণ্ডও দেওয়া হয়।

নাভালনির বিরুদ্ধে সর্বশেষ বিচার কাজটি কঠিন গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পরিচালক ম্যারি স্ট্রাথার্স ওই সাজাকে রাজনৈতিক প্রতিহিংসার একটি জঘন্য উদাহরন বলে অভিহিত করেছেন।

তার মতে, ওই সাজা ব্যক্তিগতভাবে নাভালনিকে লক্ষ্য করে নয়, বরং সারাদেশে রাষ্ট্রীয় সমালোচকদের সতর্ক করার একটি প্রচেষ্টা।

তিনি আরও বলেন, আজকের এই লজ্জাজনক বিচারের রায় রাশিয়ার নাগরিক সমাজের পদ্ধতিগত নিপীড়নের সর্বশেষ উদাহরণ, যা গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে তীব্রতর হয়েছে।

আজ শুক্রবারের আদালতের শুনানির একটি ভিডিও ক্লিপে নাভালনিকে জেলের কালো ইউনিফর্ম পরা অবস্থায় বাহু ভাঁজ করে দাঁড়িয়ে রায় শুনতে দেখা যায়।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রাশিয়ার স্বেচ্ছাচারী বিচার ব্যবস্থায় আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছরের জন্য কারারুদ্ধ করা সম্পূর্ণ অন্যায়। পুতিন এর মাধ্যমে সমালোচনামূলক কণ্ঠকে স্তব্ধ করতে পারবেন না। ’

৪৭ বছর বয়সি নাভালনি ভ্লাদিমির পুতিনের একজন চরম সমালোচক। তিনি সরকারি দুর্নীতির কথা প্রকাশ করেছেন এবং ক্রেমলিনবিরোধী বিশাল বিক্ষোভের আয়োজন করেছিলেন।

নাভালনিকে ২০২১ সালের জানুয়ারিতে জার্মানিতে নার্ভ এজেন্ট বিষক্রিয়া থেকে সুস্থ হয়ে মস্কোতে ফিরে আসার পর গ্রেপ্তার করা হয়।

নাভালনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন এবং তাকে আজীবন কারাগারে রাখার জন্য ক্রেমলিনের প্রশাসনকে অভিযুক্ত করেছেন।

গত মাসে সর্বশেষ বিবৃতিতে নাভালনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নিন্দা করেছিলেন।