মস্কোর সম্মেলন কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্তকারীরা। ছবি : সংগৃহীত

ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্তকারীরা। ছবি : সংগৃহীত

রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর একটি সম্মেলন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে। তারা জানিয়েছেন, ওই হামলার ফলে রাজধনী শহরের ব্যবসায়িক জেলাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিবিসি জানিয়েছে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শহরের এক্সপো সেন্টারে ওই ড্রোন হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রাশিয়ার রাজধানীতে এই ধরনের হামলার সিরিজের মধ্যে এটিই সর্বশেষ।

সোশ্যাল মিডিয়ায় অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মস্কোর রাতের আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের পক্ষ থেকে ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। কিয়েভের কর্মকর্তারা অবশ্য কখনওই আনুষ্ঠানিকভাবে মস্কোর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেন না।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় প্রায় রাত ভোর চারটায় ওই হামলার ঘটনা ঘটে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পরে ড্রোনটি পথ পরিবর্তন করে মস্কোর এক্সপো সেন্টারে হামলা চালায়। হামলার পর ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ওই হামলায় প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এক্সপো সেন্টার হলো একটি বড় প্রদর্শনী স্থান বড় বড় সম্মেলনগুলোর জন্য ব্যবহৃত হয় এবং এটি ক্রেমলিন থেকে ৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত।

ওই এলাকার একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।

মেয়র সোবিয়ানিন বলেছেন, ড্রোনটি ভবনের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি।

মস্কোর জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভবনটির বাইরের দেয়ালগুলোর একটি আংশিকভাবে ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার দৈর্ঘ্য প্রায় ৩০ বর্গমিটার।

মস্কোর ভনুকোভো বিমানবন্দরও ওই ঘটনার পর বন্ধ করে দেওয়া হলেও কিছুক্ষণ পরে সেটি আবার চালু করা হয়েছে।