‘ইন্ডিয়া’ জিতবে, বিজেপি হারবে : রাহুল গান্ধী

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মধ্যমণি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অত্যন্ত সতর্কভাবে তিনি সবাইকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন।

রাহুল গান্ধী শুক্রবার (১ সেপ্টেম্বর) তার বক্তব্যে বলেন, ‘দুটো বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মঞ্চ ভারতের মোট জনসংখ্যার ৬০ শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব করছে। যদি সমস্ত পার্টি একজোট হয়, তবে বিজেপির পক্ষে ভোটে জেতা অসম্ভব। আমাদের মূল কাজ হল ঐক্যবদ্ধ থাকা।’

বিজ্ঞাপন

রাহুল আরও বলেন, ‘দুটো বড় পদক্ষেপের একটি হলো কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা। তারা একে অপরের সঙ্গে সমন্বয় রক্ষা করবে। আর দ্বিতীয়টি হলো, আমরা আসন সমঝোতার বিষয়গুলো নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাব। এই দুটি বিষয় বাস্তবায়িত হলেই আমাদের জোট জিতবে, বিজেপি হারবে। ভোটের বিষয়টি খুব পরিষ্কার।’

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী আর একজন ব্যবসায়ীর মধ্যে সমঝোতা হয়েছে বলে আমি গতকালের সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলাম। আদানি সম্পর্কে কী হয়েছে, এটা নিয়ে তদন্ত নিশ্চিত করা দরকার প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী আর বিজেপি একটি দুর্নীতির চক্রের মধ্যে রয়েছেন। ইন্ডিয়া জোট সেটাই প্রকাশ্যে আনবে। আমি বলতে চাই, এই জোটে এমন নেতারা রয়েছেন, যারা আমার চেয়ে সিনিয়র। কিন্তু, সকলের মধ্যে সম্পর্ক রক্ষা করাটাই বড় ব্যাপার।’

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে রাহুল বলেন, ‘আমি বলতে পারি, এই দুটি সভা নেতাদের মধ্যে সম্পর্ক তৈরির জন্য যথেষ্ট। আমি দেখতে পাচ্ছি নেতাদের মধ্যে অনেক নমনীয়তা এসেছে। মতামতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু, কীভাবে একমত হওয়া যায়, তা নিয়েও কথাবার্তা হচ্ছে।’