কাশ্মীরে লস্কর-ই-তৈয়্যবার কমান্ডারকে গুলি করে হত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত এলইটি নেতা রিয়াজ আহমেদ ওরফে আবু কাশিম। ছবি : সংগৃহীত

নিহত এলইটি নেতা রিয়াজ আহমেদ ওরফে আবু কাশিম। ছবি : সংগৃহীত

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাশিমকে গুলি করে হত্যা করা হয়েছে।

রাওয়ালকোটের আল-কুদুস মসজিদ চত্বরে শুক্রবার সন্ধ্যায় (৮ সেপ্টেম্বর) অজ্ঞাত পরিচয় আততায়ীরা রিয়াজকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

ইন্ডিয়া টুডে জানিয়েছে, রিয়াজের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় বেশ কয়েকটি জঙ্গি হামলা এবং নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, গত জানুয়ারিতে ধানগিরি এবং জুনে ধাঙ্গরি এলাকায় নিরাপরাধ গ্রামবাসীদের হত্যা।

ধাঙ্গরিতে ভারতীয় সেনার গুপ্তচর সন্দেহে সাত গ্রামবাসীকে হত্যা করেছিল এলইটি জঙ্গিরা। অভিযোগ রয়েছে যে, লস্কর কমান্ডার রিয়াজ ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন।

বিজ্ঞাপন

জম্মুর বাসিন্দা রিয়াজ ১৯৯৯ সালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লস্কর-ই-তইব্যায় যোগ দিয়েছিলেন।

স্থানীয় সূত্রের খবর, আততায়ীরা মসজিদ চত্বরে অপেক্ষা করছিল। রিয়াজ নামাজ পড়তে মসজিদ চত্বরে ঢুকলে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়।

চলতি মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্‌ফরাবাদ এবং গিলগিট-বালটিস্তান এলাকায় পাকিস্তানবিরোধী আন্দোলন শুরু হয়েছে।

সেখানকার অধিবাসীরা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ধারাবাহিকভাবে বিক্ষোভ-সমাবেশ করছে।

এই পরিস্থিতিতে রিয়াজের খুন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।