ফের পুলিশের নির্দেশ অমান্যের অভিযোগ থানবার্গের বিরুদ্ধে

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিক্ষোভস্থল থেকে গ্রেটা থানবার্গকে সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

বিক্ষোভস্থল থেকে গ্রেটা থানবার্গকে সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থানবার্গকে পুলিশ আদেশ অমান্য করায় দোষী সাব্যস্ত করে জরিমানা করার দুই মাসেরও কম সময় পরে তার বিরুদ্ধে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) একই অভিযোগে আনা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পুলিশ নির্দেশ অমান্য করায় ২০ বছর বয়সি থানবার্গকে গত ২৪ জুলাই সুইডেনের একটি আদালত ১,৫০০ সুইডিশ ক্রাউন জরিমানা করেছিল।

বিজ্ঞাপন

ওই রায়ের পরপরই, থানবার্গ এবং পরিবেশবাদী গ্রুপ রিক্লেইম দ্য ফিউচারের অন্যান্য কর্মীরা মালমো বন্দরে তেল ট্রাকের জন্য রাস্তা অবরোধ করে এবং পুলিশ জোরপূর্বক তাদের সরিয়ে দেয়।

প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, ‘প্রথমত, বিক্ষোভের অনুমতি ছিল না। বিক্ষোভের কারণে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হয়েছিল। থানবার্গ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার জন্য পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করেছিলেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, থানবার্গ সুইডিশ পার্লামেন্টের সামনে সাপ্তাহিক বিক্ষোভের পর বিশ্বব্যাপী তরুণ জলবায়ুকর্মীদের পরিচিত মুখ হয়ে ওঠেন।

তিনি দ্বিতীয়বার দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে।

পুলিশের আদেশ মানতে ব্যর্থ হলে সুইডেনের আইন অনুযায়ী তার সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে।