ক্রিমিয়া-মস্কোতে ফের ইউক্রেনের ড্রোন হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিমিয়া-মস্কোতে ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর আগে ওডেসায় আক্রমণ করেছিলো রাশিয়া।

রোববার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্রিমিয়ার পশ্চিম, উত্তর-পশ্চিম ও পূর্ব উপকূলে ছয়টি ড্রোন হামলা ঠেকিয়েছে তারা। একটি ইউক্রেনীয় ড্রোন দক্ষিণ-পশ্চিম রাশিয়ায় একটি তেলের ডিপোকে ক্ষতিগ্রস্থ করে এবং একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ছড়িয়ে দেয় যা পরে নেভানো হয়।

মস্কোর মতে, ছয়টি ড্রোন এবং ছয়টি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করা হয়েছে। বিমান বাহিনী বলেছে, এ কাজে বিমান হামলা প্রতিহত করার জন্য সফাইটার এয়ারক্রাফ্ট, অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল ইউনিট, মোবাইল ফায়ার গ্রুপ ব্যবহার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া প্রথমে ওডেসা অঞ্চলকে কেন্দ্র করে ছয়টি ড্রোন এবং ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একটি কৃষি স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে কিয়েভ এই হামলা চালায়।