কাদিরভের স্বাস্থ্য সম্পর্কে রাশিয়ার কাছে কোনও তথ্য নেই

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

চেচেন নেতা রমজান কাদিরভের অসুস্থ হওয়ার খবর এবং তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে রাশিয়া।

আল-জাজিরা জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে ওই বিষয়ে কোনও তথ্য নেই।’

বিজ্ঞাপন

কাদিরভ কোমায় রয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত প্রতিবেদনের পর পেসকভ ওই মন্তব্য করলেন।

কাদিরভের স্বাস্থ্য সম্পর্কে গুজব ছড়ানো শুরু হওয়ার পর গত রবিবার একটি অজ্ঞাত স্থানে ধারণ করা কাদিরভের দুটি ভিডিও প্রকাশ করা হয়।

প্রথমটিতে, তাকে হাঁটতে হাঁটতে দেখা যায়। দ্বিতীয়টিতে, তিনি লোকেদের খেলাধুলা করার পরামর্শ দেন। এ সময় তাকে চেচেন ও রুশ ভাষায় কথা বলতে শোনা যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘আমি দৃঢ়ভাবে সুপারিশ করছি যে, যারা ইন্টারনেটে মিথ্যা থেকে সত্যকে আলাদা করতে পারে না, তারা প্রত্যেকে হাঁটতে বের হন। এতে করে কিছু তাজা বাতাস পাবেন এবং তাদের চিন্তা-ভাবনাগুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে পারবেন।’

তবে, ওই ভিডিওগুলো কখন রেকর্ড করা হয়েছিল, তা বোঝা সম্ভব হয়নি।

ইউক্রেনের নিউজ আউটলেট ওবোজরেভেটেলে শুক্রবার একটি প্রতিবেদনের পরে কাদিরভের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন বেড়ে যায়।

রাশিয়ার নিরাপত্তা পরিষেবার একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ওবোজরেভেটেলে জানিয়েছে, ‘কাদিরভ গুরুতর অবস্থায় আছেন। তার বিদ্যমান রোগগুলোর আরও অবনতি হয়েছে।’

এর আগে সোমবার ওবজরেভেটেল রিপোর্ট করেছিল যে, কাদিরভের একটি অসফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

কাদিরভ ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রবল সমর্থক ছিলেন এবং তার সেনারা সেখানে নিয়মিত রুশ বাহিনীর সঙ্গে লড়াই করেছে।

কাদিরভ ২০০৭ সালে চেচনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার কিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং তার বিরোধীদের নির্যাতনের অভিযোগে রয়েছে।