সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল কানাডা: ভারত
কানাডাকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছে ভারত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যায় ভারতের সম্পৃক্ততার প্রমাণ অটোয়ার কাছে আছে বলে আবারও দাবি তোলেন কানাডার নেতা জাস্টিন ট্রুডো। কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যার বিষয়টিকে নিরাপত্তা ঝুঁকি এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি।
এবিষয়ে অরিন্দম বাগচি বলেন, ভারতের বিরুদ্ধে কানাডার এমন মন্তব্য কানাডার আন্তর্জাতিক সুনামকে নষ্ট করবে। তিনি আরও বলেন, আমি মনে করি, কানাডা ক্রমাগত সন্ত্রাসবাদীদের, চরমপন্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বেড়ে উঠছে এবং অপরাধ সংগঠনের জন্য অনুকূল হয়ে উঠছে।
কানাডায় অবস্থানরত ভারতের কূটনীতিকদের বিরুদ্ধে নিরাপত্তা হুমকির অভিযোগ তোলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাগচি বলেন, চলমান ভারত-কানাডা সংকট ইস্যুটি সহিংসতার উসকানি এবং কানাডা কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রমাণ। এমন পরিস্থিতি ভারতের হাই কমিশন এবং কনস্যুলেটগুলোর কার্যকারিতা ব্যাহত করার মতো পরিবেশ তৈরি করবে বলে মনে করেন তিনি।