ভারত ইস্যুতে কানাডার নরম সুর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের খালিস্তানপন্থী নেতা হারদীপ সিং নিজ্জারের মৃত্যুকে ঘিরে কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত ও চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দেশেটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মন্ট্রিলে এক সাংবাদিক সম্মেলনে জাস্টিন ট্রুডো এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ভারত ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির আধার। বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে কানাডা সব সময় খুব আগ্রহী।

এসময় হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে ভারত যাতে কানাডাকে সাহায্য করে, সে বিষয়েও কথা বলেন জাস্টিন ট্রুডো।

বিজ্ঞাপন

ট্রুডো আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাকে নিশ্চয়তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে তিনি এ প্রসঙ্গে কথা বলবেন।