ইমরানকে কারাগারে বিষ প্রয়োগ করা হতে পারে: বুশরা বিবি



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ইমরান খান ও বুশরা বিবি। ছবি : সংগৃহীত

ইমরান খান ও বুশরা বিবি। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি।

বুশরা সোমবার (২ অক্টোবর) তার ওই উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি পিটিশন দায়ের করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, খাদ্যে বিষ মিশিয়ে ইমরান খানকে হত্যার চেষ্টা করা হতে পারে।

এ ছাড়াও তিনি জোর দিয়ে বলেন যে, তার স্বামী কারাগারের ম্যানুয়ালে উল্লিখিত প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

বুশরা বিবি তার আবেদনে পূর্ববর্তী ঘটনাগুলো উল্লেখ করেছেন, যেখানে অন্যান্য বন্দীরা তাদের বাড়ি থেকে রান্না করে পাঠানো খাবার খেতে পারার মতো কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকে।

তিনি দাবি করেছেন, তার স্বামীকে ওই ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, জেল ম্যানুয়াল অনুযায়ী ইমরান খানকে কারাগারে একটি টিভি, সংবাদপত্র, চাকর, একটি গদি, একটি চেয়ার এবং একটি টেবিল দেওয়ার কথা ছিল।

এই আচরণ অমানবিক এবং সংবিধানের ৯ এবং ১৪ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, কারাগারে তার স্বামীর যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে আদালতের আদেশের প্রয়োগ নিশ্চিত করার জন্য তিনি আইএইচসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারকে নির্দেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন তিনি।

তিনি ইমরান খানকে ব্যায়াম করার এবং হাঁটার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও আদালতে আর্জি জানিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইমরান খানকে সম্প্রতি অ্যাটক জেলা কারাগার থেকে স্থানান্তর না করার অনুরোধ সত্ত্বেও ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

   

ভয়াবহ বন্যা ও ভূমিধসে তানজানিয়ায় অন্তত ৪৭ জনের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থার কর্মকর্তারা। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন মানুষ। দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে।

সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন প্রেসিডেন্ট সামিয়া হাসান। প্রতিকূল আবহাওয়ায় ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি আরও জানায়, বন্যাকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকেন। মূলত পূর্ব আফ্রিকার দেশগুলো ২০২৩ সালে বন্যা এবং ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেটি আবার আংশিকভাবে আবহাওয়ার এল নিনোর কারণে।

উল্লেখ্য, গত মাসে দেশটিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। দেশের কিছু অংশের ফসলও ভেসে গেছে এবং মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়েছে। এদিকে চলতি মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তানজানিয়ার আবহাওয়া সংস্থা থেকে সতর্ক করা হয়েছে ।



;

নিউ ইয়র্কে ছুরি হামলায় নিহত ৪



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স শহরে ছুরি হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, রবিবার (৩ ডিসেম্বর) সকালের দিকে পুলিশ ফোন কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে জ্বলতে থাকা একটি বাড়িতে ভুক্তভোগীদের খুঁজে পায়।

সন্দেহভাজন এক ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। এরপর আহত এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে গুলি করেন।

সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর সে মারা গেছে বলে জানা গেছে।

জ্যামাইকা হাসপাতালে এক ব্রিফিংয়ে পুলিশ নিশ্চিত করে জানিয়েছে যে, তারা ৯১১ নম্বরে কল পেয়েছে। তাতে এক তরুণী জানায় যে তার কাজিন তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করছে।

ওই ফোন কল পাওয়ার পর দুই পুলিশ কর্মকর্তাকে বিচ ২২ স্ট্রিটের ঠিকানায় পাঠানো হয়। সেখানে গিয়ে তারা দেখেন এক ব্যক্তি লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছেন।

পুলিশ কর্মকর্তা দুইজন তার সঙ্গে কথা বলার চেষ্টা করতেই ওই ব্যক্তি ছুরি বের করে এক কর্মকর্তার ঘাড় ও বুকে আঘাত করেন এবং আরেক কর্মকর্তার মাথায় আঘাত করেন।

এ সময় আহত এক পুলিশ কর্মকর্তা ছুরি হামলাকারীকে গুলি করেন। পরে আরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির সামনে ১১ বছরের একটি মেয়েকে আহত অবস্থায় দেখতে পায়। তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

এরপর নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বাড়ির ভেতরে আরও তিনটি মৃতদেহ পায়। তাদের একজন ১২ বছর বয়সের একটি ছেলে, ৪৪ বছর বয়সি এক নারী এবং ৩০ বছর বয়সি এক পুরুষ।

আহত ৬১ বছরের আরেকজন নারীকে মাউন্ট সিনাই হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে ছুরির কয়েকটি আঘাত আছে।

পুলিশের ধারণা, চার জনই ছুরিকাঘাতের কারণে মারা গেছে। ঘটনাস্থল থেকে রান্নাঘরে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার হয়েছে।

;

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত: মুইজ্জো



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো। জানিয়েছেন, মালদ্বীপ থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে ভারত সরকার।

রোববার (৩ ডিসেম্বর) তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন চীনপন্থি মুইজ্জো। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দেন, প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপ থেকে ভারতের সব সেনাকে ফেরত পাঠাবেন তিনি। ছোট এ দেশটিতে ভারতের মাত্র ৭৫ জন সেনা আছেন।

ভারতের সেনা প্রত্যাহার করার ব্যাপারে মুইজ্জো রোববার সাংবাদিকদের বলেছেন, যে আলোচনা আমাদের হয়েছে, ভারত সরকার সেখানে তাদের সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে। উন্নয়নমূলক প্রজেক্ট সম্পর্কিত যেসব ইস্যু রয়েছে সেগুলো সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে রাজি হয়েছি আমরা।

সংযুক্ত আরব আমিরাতে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ এর ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুইজ্জো। এরপরই তিনি এমন তথ্য দিয়েছেন।

;

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে শুক্রবার (১ ডিসেম্বর) আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তোবা লেক উপচে আশপাশের এলাকা ভেসে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন।

রোববার (৩ ডিসেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ সংস্থা বিএনপিবি জানিয়েছে, দুযোর্গপ্রবণ এলাকা থেকে বহু মানুষেকে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে চলছে উদ্ধার তৎপরতা।

এর আগে, শনিবার (২ডিসেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে বিএনপিবি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর হ্রদটির তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বেশ কয়েকটি বাড়িঘর, একটি গির্জা, একটি স্কুল এবং একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে আকস্মিক বন্যার কারণে বড় বড় পাথর, গাছ এবং কাদা পাহাড় থেকে ধসে পড়তে দেখা গেছে। এতে কিছু বাড়ির ছাদও চাপা পড়েছে। ভারী সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছেন প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী। এখন পর্যন্ত  ২০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির হ্রদ তোবা লেকটি ইন্দোনেশিয়া এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় পর্যটন এলাকা।

;