ভারতীয় বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত
ভারতের জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য পেল দেশটির নিরাপত্তা বাহিনী।
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে বুধবার (৪ অক্টোবর) সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পাহাড় ঘেরা ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে ধারণা করে সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় পুলিশ ও সেনাবাহিনী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের গতিবিধির কথা জানতে পেরে বুধবার ভোর থেকে কুজ্জর এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করা হয়। আর সেই সময়ই সংঘর্ষ শুরু হয়।
জঙ্গিরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালালে তার জবাব দেয় নিরাপত্তা বাহিনী। ওই সময় ওই দুই জঙ্গি নিহত হয়।
পুলিশ জানিয়েছে, নিহত দুই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করেছিল।
সেনাবাহিনী সূত্রের খবর, শীতের তুষারপাত শুরু হওয়ার আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রশিক্ষণ শিবিরগুলো থেকে অনুপ্রবেশের উদ্দেশ্যে বেশ কিছু জঙ্গির জমায়েত ঘটেছে।
পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণকে ঢাল হিসাবে ব্যবহার করে উপত্যকায় ঢুকে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চায় তারা।