অর্থনীতিতে নোবেল জিতলেন হার্ভার্ডের ক্লদিয়া গোল্ডিন
চলতি বছরে অর্থনীতিতে নোবেল জিতলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন। সোমবার স্থানীয় সময় বিকাল পৌনে চারটার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে এই অর্থনীতিবিদ অধ্যাপকের নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সাল থেকে। ২০২২ সাল পর্যন্ত এই শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ৫৪টি। চলতি বছরের ৫৫তম পুরস্কারটি অর্জন করলেন।
২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বেন বার্নান, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ। ব্যাঙ্ক ও আর্থিক সংকটের উপর গবেষণার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছিল।
এর আগে ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস। ডেভিড কার্ড শ্রম অর্থনীতিতে অবদানের জন্য এবং অ্যাংগ্রিস্ট ও ইমবেন্স কার্যকারণ সম্পর্ক নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পেয়েছিলেন।