সুস্থ আছেন বাবা অমর্ত্য সেন, জানালেন মেয়ে নন্দনা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুস্থ আছেন নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর মেয়ে নন্দনা দেব সেন সেটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নন্দনা দেব সেন জানান, সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। তার বাবা সুস্থ আছেন।

বিজ্ঞাপন

এর আগে সংবাদ সংস্থা পিটিআই অমর্ত্য সেনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছিলেন। এছাড়াও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লডিয়া গোলডিন এক টুইটে অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানান।

এদিকে নন্দনা সেন আনন্দবাজার অনলাইনকে বলেন বলেন, ‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্তান টাইমস