যুক্তরাজ্যের চার নাগরিককে মুক্তি দিলো তালেবান

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আফগানিস্তানের একটি ডিটেনশন সেন্টার। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের একটি ডিটেনশন সেন্টার। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে আটক থাকা চার ব্রিটিশ নাগরিককে মুক্তি দিয়েছে দেশটির তালেবান সরকার। আল-জাজিরা জানিয়েছে, ওই চার ব্রিটিশ নাগরিকের মুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক মুখপাত্র মঙ্গলবার (১০ অক্টোবর) বলেন, ‘আফগানিস্তানের আইন ভঙ্গের অভিযোগে আটক চার ব্রিটিশ নাগরিকের মুক্তিকে আমরা স্বাগত জানাই এবং আফগানিস্তানের বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

বিজ্ঞাপন

এফসিডিও মুখপাত্র আরও বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের পরিবারের পক্ষ থেকে আমরা আফগানিস্তানের আইন লঙ্ঘনের জন্য দেশটির বর্তমান প্রশাসনের কাছে ক্ষমাপ্রার্থী।’

তবে, যুক্তরাজ্যের ওই নাগরিকদের ঠিক কী অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তা নির্দিষ্ট করে জানায়নি এফসিডিও।

বিজ্ঞাপন

তারা শুধু বলেছে, সকল যুক্তরাজ্যের নাগরিকদের বিদেশে থাকাকালীন যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইন মেনে চলা এবং ওই দেশের সমস্ত আইন মেনে চলতে হবে।’

২০২১ সালে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশী বাহিনী প্রত্যাহারের পর দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবানরা আফগানিস্তানে পুলিশ, গোয়েন্দা পরিষেবা এবং কারাগারগুলোকে নিয়ন্ত্রণ করেছে।

তালেবান ক্ষমতায় আসার পর থেকে অনেক দেশ তাদের নাগরিকদের আফগানিস্তানে ভ্রমণ এড়াতে পরামর্শও দিয়েছে।

জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদনে তালেবান কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ১,৬০০টিরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে পুলিশ এবং গোয়েন্দা এজেন্টদের দ্বারা নির্যাতন এবং দুর্ব্যবহার রয়েছে।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা গ্রহণের পর ২০২৩ সালের জুলাইয়ে শেষ হওয়া ১৯ মাসের শাস কারাগারে এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থার হেফাজতে ১৮ জন মারা গেছে।