ইসরায়েলের ওপর হামাসের হামলা স্পষ্ট সন্ত্রাসবাদ : ইইউ প্রধান

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন। ছবি : সংগৃহীত

ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ইসরায়েলি বেসামরিকদের হত্যা একটি ঠান্ডা মাথার হামলা এবং এর মাধ্যমে হামাসের প্রাচীন সন্ত্রাসবাদ প্রতিফলিত হয়েছে বলে বুধবার (১১ অক্টোবর) মন্তব্য করেছেন ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন।

তিনি বলেন, ‘আমাদের ওই ধরণের ভয়াবহতা সংজ্ঞায়িত করার ক্ষেত্রে পরিষ্কার হতে হবে। ইউরোপ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করি।’

বিজ্ঞাপন

এনডিটিভি জানিয়েছে, ইউরোপীয় কমিশনারদের একটি বৈঠকের শুরুর ভাষণে ভন ডার লেইন ফিলিস্তিনের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ইইউয়ের মাল্টি-মিলিয়ন-ইউরো আর্থিক সহায়তার বন্ধের সিদ্ধান্ত সমর্থন করেছেন।

ভন ডার লেইন বলেন, ‘ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং হামাসের হামলার তীব্র ঘৃণার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে।’

বিজ্ঞাপন

ভন ডের লেইন বলেন, ‘এটি স্পষ্ট সন্ত্রাসবাদ এবং এটি একটি ঠান্ডা মাথার হামলা।’

তিনি আরও বলেন, ‘হামাস সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে নারী ও শিশুদের হত্যা করেছে। তারা শত শত যুবক ও নারীকে হত্যা করেছে। তারা শত শত নিরপরাধকে জিম্মি করেছে, যাদের ভাগ্য এখনও অজানা।’

তিনি বলেন, ‘এই নিরপরাধদের একটি মাত্র কারণে হত্যা করা হয়েছিল, সেটা হলো, তারা ইহুদি।’

এদিকে, হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনও ইন্ধন রয়েছে কিনা তা পরিস্কার না হওয়া পর্যন্ত সাহায্য স্থগিত করার আহ্বান জানিয়েছেন ইউরোপের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের দায়িত্বে থাকা ইইউ কমিশনার হাঙ্গেরির অলিভার ভারহেলি।

ভন ডের লেইন বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের মানবিক সহায়তা প্রশ্নবিদ্ধ নয়। তবুও এটি গুরুত্বপূর্ণ যে, আমরা ফিলিস্তিনের জন্য আমাদের আর্থিক সহায়তা সাবধানতার সঙ্গে পর্যালোচনা করছি।’

তিনি বলেন, ‘ইইউ তহবিল হামাস বা কোনও সন্ত্রাসী গোষ্ঠীর কাছে কখনই যায়নি এবং যাবেও না। তাই আমরা এখন স্থলভাগে একটি ক্রমবর্ধমান পরিস্থিতির আলোকে পুরো পোর্টফোলিওটি আবার পর্যালোচনা করব।’