আফগানিস্তানের পর ভারতে ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রবিবার (১৫ অক্টোবর) একটি ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানীর হরিয়ানার ফরিদাবাদে  ভূমিকম্পটির  উৎপত্তি হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এবং এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

সেখানকার বাসিন্দারা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৪ টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় তারা।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পটি কতটা শক্তিশালী ছিল এবং এটির প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে দক্ষিণ এশিয়ার অপর দেশ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প লেগেই আছে। এই সপ্তাহে পশ্চিম আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক কয়েকটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে বলে দেশটির ক্ষমতাসীন তালেবান প্রশাসন রোববার জানিয়েছে।