চীন পরমাণু অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে প্রসারিত করেছে : যুক্তরাষ্ট্র



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
চীনা যুদ্ধবিমান দ্বারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ১৮০ বারেরও বেশি বাধা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

চীনা যুদ্ধবিমান দ্বারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ১৮০ বারেরও বেশি বাধা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চীন গত এক বছরে তার পারমাণবিক মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং এখন প্রায় ৫০০ সক্রিয় ওয়ারহেড ধরে রেখেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেইজিং ২০৩০ সালের মধ্যে তার অস্ত্রাগার দ্বিগুণ করে এক হাজারেরও বেশি ওয়ারহেড তৈরির আশা করছে।

তবে ওয়াশিংটন বলেছে, চীন এক্ষেত্রে ‘নো-ফার্স্ট-স্ট্রাইক’ পারমাণবিকনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন মজুদ বাড়লেও রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মজুদের বিপরীতে তার মজুদ এখনও অনেক কম।

ইন্টারন্যাশনাল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে, রাশিয়ার কাছে প্রায় ৫,৮৮৯টি এবং যুক্তরাষ্ট্রের কাছে ৫,২৪৪টি ওয়ারহেডের পারমাণবিক অস্ত্রাগার রয়েছে।

২০২১ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ অনুমান করেছিল, চীনের কাছে প্রায় ৪০০টি ওয়ারহেড রয়েছে।

পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাংবাদিকদের বলেন, ‘যেখান থেকে চীন শুরু করতে চেয়েছিল, আমরা সেখান থেকে খুব বড় প্রস্থানের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি না। তবে আমরা পরামর্শ দিচ্ছি যে, তারা আমাদের পূর্বের অনুমানগুলোকে অতিক্রম করার পথে রয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়।’

এদিকে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন যে, চীন ২০৪৯ সালের মধ্যে একটি বিশ্বমানের সামরিক বাহিনী তৈরি করবে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের চেষ্টা করেছেন শি।

পেন্টাগনের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পারমাণবিক অস্ত্রাগার বাড়ানোর পরিসর এবং জটিলতা উভয় ক্ষেত্রেই পূর্ববর্তী প্রচেষ্টাকে পেছনে ফেলতে পরিকল্পনা করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, বেইজিং সম্ভবত ২০২২ সালে তিনটি নতুন ক্লাস্টার মিসাইল সাইট নির্মাণ সম্পন্ন করেছে। এই ক্ষেত্রগুলোর মধ্যে অন্তত ৩০০টি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) সাইলো রয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, চীনের পিপলস লিবারেশন আর্মিও আইসিবিএম তৈরি করতে চাইছে, যা এটিকে যুক্তরাষ্ট্র, হাওয়াই এবং আলাস্কায় লক্ষ্যবস্তুতে প্রচলিত হামলার হুমকি দিতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, পারমাণবিক মজুদ বৃদ্ধি সত্ত্বেও চীন শুধুমাত্র শত্রুর হামলার বিপরীতে ‘প্রতিরোধ নীতি’তে প্রতিশ্রুতিবদ্ধ এবং যখন প্রতিরোধ ব্যর্থ হয় তখন পাল্টা হামলা চালানোর নীতিতে বিশ্বাসী।

এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার (২০ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘মার্কিন প্রতিবেদনটি কুসংস্কারে পূর্ণ এবং চীনের হুমকির তত্ত্বকে ছড়িয়ে দিয়েছে।’

মাও আরও বলেন, ‘চীন সর্বদা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন স্তরে আমাদের পারমাণবিক বাহিনী বজায় রেখেছে এবং আমাদের কোনও দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় জড়ানোর কোনও ইচ্ছা নেই।’

হেনরি বয়েড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের হেনরি বয়েড বিবিসিকে বলেছেন, চীনের পরমানু কর্মসূচী বৃদ্ধির প্রতিবেদনে উল্লেখিত হার খুব একটা ব্যতিক্রমী বলে মনে হচ্ছে না।

তিনি আরও বলেছেন, চীন তার এক হাজার ওয়ারহেডের নির্ধারিত লক্ষ্যের দিকে আনুমানিক গতির চাইতে তুলনায় কিছুটা দ্রুত এগিয়ে চলেছে।

পেন্টাগনের বৃহস্পতিবারের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বেইজিং সাম্প্রতিক মাসগুলোতে তাইওয়ানের বিরুদ্ধে কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক চাপ বাড়িয়েছে।

   

কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কম্বোডিয়ার পশ্চিম সীমান্তে একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে ২০ জন সৈন্য নিহত হয়েছেন। শনিবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট।

ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এতে আমরা গভীরভাবে মর্মাহত। তবে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ প্রদান করা হবে।

সূত্র- এনডিটিভি

;

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপ হামাস শনিবার (২৭ এপ্রিল) জানিয়েছে, তারা গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে সম্প্রতি ইসরায়েলের একটি পাল্টা প্রস্তাব পেয়েছে এবং তারা সেটি পর্যালোচনা করছে।

রয়টার্স জানিয়েছে, গাজায় হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান খলিল আল-হাইয়া এক বিবৃতিতে বলেছেন, ‘হামাস তাদের অবস্থানের ব্যাপারে ইহুদিবাদী দেশ ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে, যা গত ১৩ এপ্রিল মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হামাস ওই প্রস্তাব পর্যলোচনা করছে এবং তাদের পর্যালোচনার কাজ শেষ হলে তারা সেই ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে।’

গত ১৩ এপ্রিল হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিলেও ইসরায়েল সেটির বিরোধিতা করে।

এদিকে ইসরায়েল এবং মিশরের মিডিয়া জানিয়েছে, মধ্যস্থতাকারী মিশরের একটি প্রতিনিধিদল স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতি আলোচনাকে পুনরুজ্জীবিত করার জন্য শুক্রবার ইসরায়েলে পৌঁছেছে।

গত নভেম্বরে এক সপ্তাহ যুদ্ধবিরতি পালনের পর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর পাশাপাশি মিশর একটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

ওই এক সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের ৮০ জন জিম্মির মুক্তির বিনিময়ে দেশটির কারাগারে বন্দী ২৪০ জন ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে মিশরীয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত আল-কাহেরা নিউজ জানিয়েছে, ‘মিশর ও ইসরায়েলের প্রতিনিধিদলের মতামত কাছাকাছি আনার ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি হয়েছে।’

;

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) শনিবার (২৭ এপ্রিল) জানিয়েছে, জাপানের বনিন দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর রয়টার্সের।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫০৩.২ কিমি (৩১২.৭ মাইল) গভীরতায় ছিল। তবে এবারের ভূমিকম্পের পর জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

এ ছাড়া তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দিতে পারেনি রয়টার্স।

;

কাবুল-জালালাবাদ মহাসড়কে ভূমিধস: নিহত ৪



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আফগানিস্তানের কাবুল-জালালাবাদ মহাসড়কে ভূমিধসে অন্তত ৪ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৭ এপ্রিল) কাবুল-জালালাবাদ মহাসড়কের দারোনতা এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে বলে নানগহর তালেবান অফিসের গভর্নর জানিয়েছেন।

আফগান সংবাদমাধ্যম আমু জানায়, ল্যাগম্যান প্রদেশের কাবুল-জালালাবাদের এ মহাসড়কে ভূমিধসর কারণে বেশ কয়েক ঘণ্টা চলাচল বন্ধ থাকে। তবে পরে মহাসড়কটি চলাচলের জন্য ফের উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

পাহাড় থেকে পাথর ধসে পড়ে কতজন আহত হয়েছেন, সে খবর তালেবান কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

উল্লেখ্য, কাবুল-জালালাবাদ মহাসড়কে প্রায়ই এধরনের ভূমিধসের ঘটনা ঘটে থাকে। এতে প্রায়ই হতাহতের ঘটনাও ঘটে। এ মহাসড়কটি কাবুলের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম একটি রুট।

;