মালদ্বীপে ভারতীয় সেনা চাই না: মুইজু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বুট চান না বলে মন্তব্য করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজু। সোমবার (২৩ অক্টোবর) মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিতে গিয়ে এই কঠোর বার্তা দিয়েছেন তিনি। 

সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বুট চাই না। আমি মালদ্বীপের জনগণকে ভারতীয় সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই আমি আমার প্রতিশ্রুতি পালন করে যাব।’

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মুইজু। নির্বাচিত হওয়ার পর থেকেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। আগামী নভেম্বর মাসের শেষ দিকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মুইজু।

বিজ্ঞাপন