আরো ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুক্তি অনুসারে আরো ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে যুদ্ধবিরতির পঞ্চম দিনে রেডক্রসের মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ১২ জিম্মিকে মিশরে স্থানান্তর করেছে রেডক্রসের প্রতিনিধিরা। তাদের বহনকারী  গাড়ি বর্তমানে মিশর দিয়ে কেরাম শালোমে মিটিং পয়েন্টে যাচ্ছে। সেখানে নিরাপত্তা প্রতিনিধিরা তাদের পরিচয় যাচাই করবে। জিম্মিদের পরিবারকে সর্বশেষ তথ্য দিয়ে আপডেট জানানো হচ্ছে জানানো হয় বিবৃতিতে।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও একটি বিবৃতি প্রকাশ করে। যেখানে উল্লেখ করা হয়, জিম্মি হওয়া আরো ১২ জন ইসরাইলে ফিরে গেছেন। বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের নামও উল্লেখ করা হয়েছে। যাদের মধ্যে ১০ জন ইসরাইলি এবং দুজন থাই নাগরিক। মুক্তি প্রাপ্তদের মধ্যে ৯ জন নারী ও ১ জন নাবালক রয়েছেন।

শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতিতে পঞ্চম দফায় মোট ৮১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে, আজ রাতে মুক্তি পাওয়া ৩০ জনসহ পাঁচ দিনে ১৮০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ।

গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি আরো দু-দিন বাড়ানো হয়।