জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতির ফল পাওয়া গেছে : ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বলেছেন, ‘ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ইতিবাচক ফলাফল দিয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করছে যে, এটি অব্যাহত থাকবে।’
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের পাশে বসে ব্লিঙ্কেন বলেন, ‘ওয়াশিংটন গত ৭ অক্টোবরের হামলার সময় আটত করে গাজায় নেওয়া জিম্মিদের স্বাধীনতা সুরক্ষিত করতে সাহায্য করার দিকে মনোনিবেশ করেছিল।’
এনডিটিভি জানিয়েছে হারজোগ বলেছেন, প্রায় ১৫০ জিম্মি এখনো গাজায় আটক রয়েছে।
ব্লিঙ্কেন বলেন, ‘জিম্মিদের বাড়িতে ফিরে আসা, তাদের পরিবারের সঙ্গে পুনঃমিলিত হওয়ার খুব ইতিবাচক বিকাশ আমরা গত সপ্তাহে দেখেছি এবং এটি অব্যাহত থাকা উচিত। যুদ্ধবিরতি গাজার নিরীহ বেসামরিক লোকদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করতে সক্ষম করেছে, যাদের এটি অত্যন্ত প্রয়োজন।’
তিনি বলেন, ‘সুতরাং এই প্রক্রিয়াটি ফলাফল তৈরি করছে। এটি গুরুত্বপূর্ণ, এবং আমরা আশা করি এটি চালিয়ে যাওয়া যেতে পারে।’
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তেল-আবিবে হারজোগ এবং ব্লিঙ্কেনের বৈঠকটি সকালে হয়েছিল, যখন দুই ফিলিস্তিনি হামলাকারী জেরুজালেমের প্রবেশ পথে ভিড়ের সময় একটি বাস স্টপে গুলি চালায়।
ওই হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়। ব্লিঙ্কেন এবং হারজোগ উভয়েই এই হামলার নিন্দা করেছেন।
এর আগে বৃহস্পতিবার গাজায় তাদের ছয় দিনের যুদ্ধবিরতির পর আরও এক দিন বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল এবং হামাস দেয়।
প্রসঙ্গত, ব্লিঙ্কেন গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে তার তৃতীয় সফর করছেন।
এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ব্লিঙ্কেন এবারের সফরে অধিকৃত পশ্চিমতীরে যাওয়ারও আশা করছেন, যেখানে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ব্লিঙ্কেন বলেন, ‘আমি গাজায় সামনের পথ সম্পর্কে ইসরায়েল সরকারের সঙ্গে বিস্তারিত কথোপকথনের অপেক্ষায় রয়েছি।’