আফগানিস্তানে আলেমদের ওপর হামলায় নিহত ৭
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার (১ ডিসেম্বর) দুই শিয়া আলেমকে বহনকারী একটি রিকশায় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালালে অন্তত সাতজন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় বাসিন্দারা ও একজন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।
হেরাতের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এএফপিকে বলেন, ‘হামলাটি শহরের কোরা মিলি এলাকায় হয়েছে। এতে সাতজন নিহত ও একজন আহত হয়েছে।’
স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন এবং উভয় আলেমই নিহত হয়েছেন।
একজন বাসিন্দা এএফপিকে বলেছেন, ‘আলেমদ্বয় একটি থ্রি-হুইলারে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।’
তিনি আরও বলেন, ‘ওই গুলি চালানোর লক্ষ্য ছিল সম্ভবত ওই দুই আলেমকে হত্যা করা।’
উল্লেখ্য, শিয়ারা আফগানিস্তানে সংখ্যালঘু এবং তারা বেশিরভাগই হাজারা সম্প্রদায়ের। তারা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের জঙ্গিদের আক্রমণের প্রায়ই লক্ষ্যবস্তু হয়। কারণ, আইএস তাদের ধর্মদ্রোহী বলে মনে করে।
২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর তাদের বিদ্রোহ শেষ করার পর থেকে সহিংসতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।
তবে আইএসের আঞ্চলিক মিত্রসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখনও দেশটির জন্য হুমকি হিসাবে রয়ে গেছে।