ফিলিপাইনে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মুসলিম অধুষ্যিত মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর কেন্দ্রস্থলের আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, কেন্দ্রস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩ কিলোমিটার (৩৯ মাইল)। শিগগিরই সুনামিটি ফিলিপাইন ও জাপানে আঘাত হানবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, সুনামির ঢেউ ফিলিপাইনে স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে আঘাত করতে পারে।

জাপানের একমাত্র সরকারি গণসম্প্রচার কেন্দ্র এনএইচকে বলেছে, রোববার (৩ ডিসেম্বর) বেলা ১টা ৩০ মিনিটের দিকে জাপানের পশ্চিম উপকূলে এক মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। খবর: রয়টার্স