দক্ষিণ ও উত্তর গাজার সংযোগস্থলে ২৪ ঘণ্টায় নিহত ১৫৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সেনাবাহিনীর টানা হামলায় ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তর গাজা এবং দক্ষিণ গাজার সংযোগস্থলেই অন্তত ১৫৮ জন নিহত হয়েছে। এরা সবাই মূলত বেসামরিক। রাস্তার যানবাহন, হাসপাতাল ও অবকাঠামোয় পরিচালিত হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

মঙ্গলবার(৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েরেলের সেনাবাহিনীরা মূলত রাফাহ সীমান্ত এলাকা এবং দক্ষিণ গাজার খান ইউনিসে অনবরত হামলা চালাচ্ছে। অন্যদিকে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালটিকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

গাজার ৬টি হাসপাতালের মধ্যে কামাল আদওয়ান হাসপাতাল একটি যেখানে এখনও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কিন্তু ইসরায়েল বর্তমানে হাসপাতালটিকে ঘিরে রাখায় ভয়ে আতঙ্কিত হাসপাতালের শরণার্থীরা।

বিজ্ঞাপন

আল-শিফা ও ইন্দোনেশিয়ান হাসপাতালের পর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ভিতরে অবস্থানরত যেকেউ বের হলেই গুলি ছুঁড়ছে তারা। এ পরিস্থিতিতে এই হাসপাতালেও 'গণহত্যার' সতর্কবার্তা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।