জিম্মি উদ্ধারে ইসরায়েলি প্রচেষ্টা প্রতিহতের দাবি হামাসের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

হামাসের সশস্ত্র শাখা শুক্রবার (৮ ডিসেম্বর) জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকায় ইসরায়েলি বিশেষ বাহিনীর দ্বারা জিম্মি উদ্ধারের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে।

হামাস জানিয়েছে, ওই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং একজন জিম্মিও মারা গেছে।

বিজ্ঞাপন

কিন্তু হামাসের দাবি প্রত্যাখ্যান করে ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র দলটি মনস্তাত্ত্বিক যুদ্ধের চেষ্টা করছে।

টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা জিম্মিদের উদ্ধার প্রচেষ্টা চালানোর সময় ইসরায়েলি বাহিনীর একটি বিশেষ ইউনিটের ওপর আক্রমণ চালিয়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা ও আহত করেছে।

বিজ্ঞাপন

এনডিটিভি জানিয়েছে, ওই ঘটনার স্থান নির্দিষ্ট করে জানায়নি আল-কাসাম ব্রিগেড।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সাহার বারুচ নামে ২৫ বছর বয়সি এক জিম্মি ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল কর্তৃক প্রকাশিত জিম্মিদের তালিকায় তাদের মধ্যে একজনকে সাহার বারুচ নামে শনাক্ত করা হয়েছে।

হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র আইলন লেভি এক ব্রিফিংয়ে বলেন, ‘হামাস ইসরায়েলের জনগণের বিরুদ্ধে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সে বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই জিম্মিদের নিরাপত্তা ও অসুস্থতার জন্য সম্পূর্ণরূপে হামাসকে দায়ী করি। জিম্মিদের পরিদর্শনের জন্য ইসরায়েলি দাবি এখনও পর্যন্ত পূর্ণ করতে পারেনি রেডক্রস।’