ভেনেজুয়েলা সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
ভেনেজুয়েলার একটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ছয়জন গুরুতর আহত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, দেশটির ফায়ার সার্ভিস প্রধান হুয়ান গঞ্জালেজ বুধবার (১৩ ডিসেম্বর) রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।
হুয়ান বলেন, ‘দিনের শুরুতে গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা আটজন নিহতের কথা জানিয়েছিলেন। তবে, তিনি সতর্ক করেছিলেন যে, নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
পেরেজ অ্যাম্পুয়েদা বলেন, একটি দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে দুর্ঘটনাস্থলে বিশাল অগ্নিকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়।
পেরেজ আম্পুয়েদা বলেন, ‘আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।’