গায়ানা উপকূলে ব্রিটিশ যুদ্ধজাহাজ, ব্রাজিলের উদ্বেগ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ট্রেন্ট। ছবি : সংগৃহীত

ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ট্রেন্ট। ছবি : সংগৃহীত

ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘এইচএমএস ট্রেন্ট’ শুক্রবার (২৯ ডিসেম্বর) গায়ানা উপকূলে পৌঁছেছে । এই ঘটনায় ভেনিজুয়েলার সঙ্গে গায়ানার আঞ্চলিক বিরোধ আরও তীব্রতর হয়েছে।

উল্লেখ্য, এই তেলসমৃদ্ধ অঞ্চল এসেকুইবো নিয়ে ভেনিজুয়েলা ও গায়নার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। উভয় দেশই ওই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে।

বিজ্ঞাপন

এদিকে ব্রিটেন তার সাবেক ঔপনেবিশেকের সমর্থনে যুদ্ধ জাহাজ পাঠানোর প্রতিক্রিয়ায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত বৃহস্পতিবার পাঁচ হাজারেরও বেশি সেনাকে গায়ানা সীমান্তে একটি প্রতিরক্ষামূলক মহড়ায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভেনিজুয়েলার ওই সামরিক মহড়াকে অযৌক্তিক দাবি করে তা বন্ধ করার দাবি জানিয়েছে ব্রিটেন।

বিজ্ঞাপন

লন্ডন তার যুদ্ধজাহাজ এইচএমএস ট্রেন্টকে গায়ানায় পাঠানোকে আটলান্টিকে তার টহল কাজে ওই অঞ্চলে একের পর এক যুদ্ধজাহাজ পাঠানোর অংশ হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে, ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উভয় দেশের সঙ্গে সীমান্ত থাকা ব্রাজিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা শুক্রবার উভয়পক্ষকে সংযম প্রদর্শণ এবং সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

ক্যারিবিয়ায় চলতি মাসের প্রথম দিকে মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এক বৈঠকে বসে বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগ না করার অঙ্গীকার করে একটি চুক্তিতে পৌঁছে ছিলেন।

ওই চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্যে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।