মঙ্গোলিয়ায় তরল গ্যাস বহনকারী ট্রাক বিস্ফোরণে নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত সপ্তাহে মঙ্গোলিয়ায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়ালো।

দেশটির জাতীয় ট্রমা এবং অর্থোপেডিক রিসার্চ সেন্টারের বরাতে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

গত বুধবার ভোরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ৬০ টন তরল প্রাকৃতিক গ্যাস বহনকারী একটি ট্রাক বিস্ফোরিত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি প্রাথমিকভাবে জানিয়েছে, এ বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে তিন জন দমকলকর্মীর পাশাপাশি আরও দুই জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

তবে পরে এ ঘটনায় শুধুমাত্র তিন জন দমকলকর্মী নিহত হওয়ার কথা জানানো হয়।

ন্যাশনাল ট্রমা সেন্টার বৃহস্পতিবার এএফপিকে আরও দুজন মারা যাওয়ার কথা জানালে এই নিয়ে ওই গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।