যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিধ্বস্ত উড়োজাহাজ, বহু হতাহত আশঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্লোরিডার মোবাইল হোম পার্কে আবাসিক ভবনে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে ওই লোকালয়ে আছড়ে পড়ে উড়োজাহাজটি।

বিজ্ঞাপন

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে পাইলট একক-ইঞ্জিন বিচক্র্যাফ্ট বোনানজা ভি৩৫ উড়োজাহাজটি নিয়ে নামার কিছুক্ষণ আগে ইঞ্জিনের ত্রুটির কথা জানান।

ক্লিনওয়াটারের ফায়ার সার্ভিসের প্রধান স্কট ইলার্স বিবিসিকে বলেন, ‘উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় অনেকে বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছেন।’

বিজ্ঞাপন

বিবিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ প্লেন। এসব প্লেন বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে  এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়, সেটি ঘণবসতিপূর্ণ। এলাকাটিতে দরিদ্র মানুষের বসবাস এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমাণ বা অস্থায়ী (মোবাইল হোম)।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়ি ঘরে আগুন লেগে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।