মালয়েশিয়ায় বন্দিশিবিরে দাঙ্গা, ১০০’র বেশি রোহিঙ্গার পলায়ন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় একটি রোহিঙ্গা বন্দিশিবিরে দাঙ্গার পর সেখান থেকে শতাধিক রোহিঙ্গা পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ির ধাক্কায় একজন মারা গেছেন বলে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা মুসলিমরা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও আশ্রয় নেয়। 

বেশিরভাগ রোহিঙ্গা সমুদ্রপথে ঝুঁকি নিয়ে আবার অনেকে থাইল্যান্ড সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করে। অবৈধ পথে যাওয়ায় তাদেরকে অনেক সময় বন্দিশিবিরে রাখা হয়। তবে বিভিন্ন অধিকার সংগঠনগুলো জানিয়েছে, রোহিঙ্গাদের যে পরিবেশে রাখা হয় তা যথাযথ নয়।

বিজ্ঞাপন

২০২৩ সালে অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়ার পথে অন্তত ৫৬৯ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। মূলত দক্ষিণপূর্ব এশিয়ায় ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।