রাশিয়ার এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার দিনগত রাত থেকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাশিয়ার বার্তাসংস্থা তাস জরুরি অবস্থা মোকাবিলা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি রাশিয়ার কারেলিয়া অঞ্চলের লেক ওনেগায় বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লেকের তীর থেকে ১১ কিলোমিটার দূরে ৪০ থেকে ৫০ মিটার গভীরে খুঁজে পাওয়া যায়। এটি খুঁজে পেতে স্নোমোবাইল ও হোবারক্রাফট ব্যবহার করা হয়েছে। পাইলট সম্পর্কে জানানো হয়েছে, কয়েক হাজার ঘণ্টা উড়ার অভিজ্ঞতা রয়েছে তার। তবে হেলিকপ্টারে কতজন ছিলেন বা তাদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

শুধু বলা হয়েছে, হেলিকপ্টারটির ৩৩ টুকরা খুঁজে পাওয়া গেছে। এগুলো উদ্ধার কাজে মোট ১৪০ জন উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন